দীর্ঘদিন পাবনার হোশিয়ারি ব্যবসাহীদের রপ্তানিকৃত পণ্য ভারতে স্থলপথে আমদানি ও রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে হোশিয়ারি ব্যবসায় ধস নামে।
এ সময় পাবনার হোশিয়ারি ব্যবসায়ীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের শরণাপন্ন হলে নৌপথে শিফটের মাধ্যমে ভারতসহ অন্যান্য দেশে হোশিয়ারির সকল পণ্য আমদানি ও রপ্তানি শুরু হয়েছে।

এই উপলক্ষে (২৫ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবে হোশিয়ারি মালিক অ্যাসোসিয়েশন আয়োজনে শিমুল বিশ্বাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বক্তব্যে বলেন পাবনার হোশিয়ারি শিল্পে যেমন সুনাম রয়েছে তেমনি বিদেশ থেকে রেমিটেন্স অর্জন করছে এখান কর ব্যবসায়ীরা। স্থলপথে এই সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে ব্যবসায়ী ও শ্রমিকদের লোকসানের মুখে পড়ছিল।
সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় নৌপথে আমদানি ও রপ্তানি করার সুযোগ হয়েছে।
এ সময় হোসিয়ারি ব্যবসায়ী মামুন হোসেনের সঞ্চালনায় ও ব্যবসায়ী সরদার সেলিম রেজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন ব্যবসায়ী আব্দুল মতিন মাস্টার, মিরাজুল ইসলাম, মান্নান হাজী, মতিন খাঁন, রফিক শেখ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে হোশিয়ারি ব্যবসায়ী দের সম্মতিক্রমে দুইজন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা হুসিয়ারি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আহবায়ক করা হয় সরদার সেলিম রেজা এবং যুগ্ন আহবায়ক করা হয় আব্দুল মতিন মাস্টার কে।