
পাবনায় বৃত্তিপ্রাপ্ত ৩ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, পাবনা জেলার চেয়ারম্যান ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
গোলাম রহমান জয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুস্তাকুর রহমান জাহিদ, টেক পার্কের এসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাঈম হোসেন, ফাউন্ডেশনের পাবনা জেলার ভাইস চেয়ারম্যান ইসরাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানকে নৈতিক ও কোরআন-হাদিসের শিক্ষা দিতে হবে। কারণ খোদাভীতি না থাকলে দেশপ্রেমিক মানুষ হওয়া যায় না, একজন সৎ ও নীতিবান মানুষ হওয়া যায় না।