
পাবনায় সারাদেশে অব্যাহতভানে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক বরকাতুল্লাহ ফাহাদ, সদস্য সচিব, মুন্জুরুল ইসলাম, মুখপাত্র সিরাজুম মনিরা, মুখ্য সংগঠক ইউসুফ বিপ্লব, যুগ্ন-আহবায়ক রাসেল আহমেদ, এসএম সৈকত, মিনহাজ হোসেন, ফজলে রাব্বি রুহান এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।