বাংলাদেশ জাতীয়তবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে পাবনা জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
১১ ডিসেম্বর (বুধবার) দিনটি উপলক্ষে দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস চত্বর থেকে দলের নেতাকর্মীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।
জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন স্বপন, জেলা কৃষক দলের সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সসনসহ দলের সদস্য এরশাদুল হক সবুজ, শরিফুল ইসলাম শরিফসহ জেলা পৌর সদর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসিফ।