ঈশ্বরদীতে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান লাপাত্তা, নাগরিক সেবা ব্যাহত
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। তাঁরা কোথায় রয়েছেন, কেউ বলতে পারছেন না।
এদিকে কার্যালয়ে না বসার কারণে পৌরসভা ও উপজেলা পরিষদের সব কাজ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ফলে এসব প্রতিষ্ঠানে গিয়েও কাঙ্ক্ষিত সব সেবা পাচ্ছেন না নাগরিকেরা।
সরকার পতনের দিন থেকে পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার তাঁদের দপ্তরে বসছেন না। এমনকি প্যানেল মেয়র আবুল হাসেম ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান ১৪ আগষ্ট পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসেননি। এতে সেবার কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ১৪ আগস্ট স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতে দায়িত্ব পালন করছি।