“শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্যকে নিয়ে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে ১১ শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রোজাউল রহিম। এসময় দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
দলের ৭৫ বছর (প্লাটিনাম জুবলী) উদযাপণ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় থাকছে আলোচনা সভা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে বিষয় ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সাথে জেলা সদরের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বসত বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপণ করা হবে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দলগত ভাবে স্বাধীন বাংলাবেতারের গান পরিবেশন করেন আওয়ামী শিল্পিগোষ্ঠির শিল্পিরা। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী প্রলয় চাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেত্কার্মীরা।