সারা দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়ৃৃ ধাপের ভোটগ্রহণ চলছে। এ ধাপে পাবনার তিন উপজেলায় মঙ্গলবার (২১মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পাবনার তিন উপজেলা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি একদম কম।
চাটমোহরের প্রথম ধাপের নির্বাচনে পাবনার তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান ২, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
২ লাখ ৫০ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৭৩০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন।
ভাঙ্গুড়া উপজেলায় চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩, ফরিদপুর উপেজলায় চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৪৫ টি কেন্দ্র। মোট ভোটার, ১ লাখ ৩ হাজার ১৯১ জন। পুরুষ ভোটার ৫৩ হাজার ১০০ জন। মহিলা ভোটার ৫০ হাজার ৯১ জন।
চাটমোহর উপজেলায় কেন্দ্র ৯৩টি। ভোটার ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৮৫৬, মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪০৪, তৃতীয় লিঙ্গ ১ জন। ফরিদপুর উপজেলায় কেন্দ্র ৪৯টি। ভোটার ১ লাখ ১০ হাজার জন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পাবনার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্নের লক্ষ্যে বিজিবি, পুলিশ ফোর্স মাঠে রয়েছে। এছাড়া র্যাব, আনসার সদস্য এবং সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছেন।
পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।